আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) বিকেলে স্বেচ্ছাসেবক দলেরর আয়োজনে উপজেলা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন শেষে, একাত্তর মঞ্চ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তর মঞ্চে এসে শেষ হয়।
র্যালি শেষে একাত্তর মঞ্চে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকসেদুল ইসলাম বাবু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মশিউদ দৌলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, উপজেলা কৃষক দলের সভাপতি কবিরুল ইসলাম বকুল প্রমুখ।