
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২২, ৯:৫৮ এ.এম
নবাবগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত

সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙ্গালি জাতির প্রাণের উৎসব ১লা বৈশাখ বাংলা নববর্ষ।
বৃহস্পতিবার(১লা বৈশাখ)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। র্যালিতে স্কুলের শিক্ষার্থী সহ আপামর জনতা বাঙ্গালীর বিভিন্ন ঐতিহ্যের প্রতিক হাতে এবং বাঙ্গালী পোষাকে সজ্জিত হয়ে অংশ গ্রহন করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার(ভুমি) কামরুজ্জামান সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, থানার ওসি তদন্ত তাওহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
পরে নবাবগঞ্জ শিল্পকলা একাডেমীর শিল্পী ও বিভিন্ন স্থান থেকে আগত বাউলদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.