

আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৫ আগষ্ট) বিকেলে নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতেহ, উপজেলা যুবদলের সভাপতি মশিউদ দোলা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্র দলের আহ্বায়ক মুক্তাদির রহমান বকুল সহ বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।