
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২১, ১১:১৩ এ.এম
নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে বরণ করে নিল পৌরবাসী

রাজবাড়ীর পাংশা পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নবনির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার ও কাউন্সিলরদের পৌরসভায় যোগদানকে কেন্দ্র করে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার কর্মকর্তা ও পৌরবাসী শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন মেয়রের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পৌরসভার সাবেক কাউন্সিলর, কর্মকর্তা ও পৌরবাসী। এছাড়াও উপস্থিত অতিথি ও নবনির্বাচিত কাউন্সিলরদের একে একে ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মকর্তারা।
শুভেচ্ছা জানানোর মুহূর্তে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী ২আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ নজরুল, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মন্ডল প্রমূখ।
এসময় নবনির্বাচিত মেয়রকে উপজেলা প্রেসক্লাব পাংশা এর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন আবুল কালাম আজাদ।
উপস্থিত অতিথি ও নবনির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার বক্তব্যের মাধ্যমে পৌরবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে পাংশা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও পৌরসভার কর্মকর্তাদের ন্যায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহবান জানান।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.