পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে জেলের জালে ২১ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছে।
রোববার (২ জানুয়ারি) ভোরের দিকে জেলে নিমাই হালদারের জালে মাছটি ধরা পরে।
সকাল ৮ টায় মাছটি দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় নিলামে তোলা হয়। এ সময় স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কেনেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, উপজেলার ফকির পাড়ার জেলে নিমাই হালদার চারজনকে নিয়ে শনিবার রাতে পদ্মা নদীতে মাছ শিকারে যান। রোববার ভোরের দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখেন বড় একটি বাগাড় ধরা পড়েছে।
জেলে নিমাই হালদার বলেন, ৭ নম্বর ফেরিঘাটের অদূরে বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার শেষ দিকে পদ্মার মোহনায় বাগাড়টি ধরা পড়ে। অনেক দিন পর এ ধরনের বড় বাগাড় মাছ ধরা পড়ল।
মাছটির ক্রেতা চান্দু মোল্লা বলেন, ঢাকাসহ বিভিন্ন এলাকার পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে আলোচনা চলছে। ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে দাম পেলে মাছটি বিক্রি করবেন।