
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২১, ১:৩৮ পি.এম
দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে মাটির দেয়াল ধসে শাহরিয়ার রহমান সিয়াম (১০) ও ফাইজুর রহমান হিমেল (৬) নামে দুই শিশুর মার্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শাহারিয়ার রহমান সিয়াম কুটিপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং ফাইজার ইসলাম আকাশ একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে। ওই দুই শিশু সর্ম্পকে আপন চাচাতো ভাই।
রবিবার (২মে) সকাল ১০টায় উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কুটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন জানান, আজ সকালে কুটিপাড়া গ্রামের আপন দুই ভাই মোঃ জিয়াউর রহমান ও আশরাফুল ইসলাম তাদের বাড়ি সংস্কার করতে পূরোনো মাটির দেয়াল ভেঙে দিতে গেলে অসাবধানতাবশত তাদের উভয়ের দুই সন্তান দেয়াল চাপায় ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ গিয়েছিল। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.