
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২০, ২:৪৯ পি.এম
দিনাজপুর সদর হাসপাতালে আগুন

খাদেমুল ইসলাম রাজ বীরগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা সদর হাসপাতালে সন্ধ্যা ছয় টার নাগাদ আগুন লাগে। আগুন লাগার পরই হাসপাতালের কর্মীরা রোগীদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে শুরু করেন। পুলিশ ও বেশ কয়েকটি দমকল খুব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছয়। তারাও বেশ কিছু রোগীকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। জানা গেছে, মোট ৮০ জন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী জানান, হাসপাতালে চিকিৎসাধীন ৭০ জন রোগীকে নামিয়ে আনা হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.