
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২০, ৫:৪৪ পি.এম
দিনাজপুর চিরিরবন্দরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামের পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১০. ৩০ টায় উপজেলার খোচনা গ্রামে এ ঘটনা ঘটে।
দুপুর ১১.৩০ টায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো- উপজেলার মনমোহন রায়ের ছেলে ছোটন রায় (১০) ও ধনঞ্জয়ের ছেলে তমাজ রায় (১২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার সকালে ছোটন ও তমাজ বাড়ির অদূরে ফাঁকা মাঠে একটি পুকুরে মাছ ধরতে যায়। বেলা ১০.৩০টার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর দুপুর ১১.৩০টার দিকে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। পরে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.