আর কে ওসমান আলী. দিনাজপুর প্রতিনিধিঃ-
দিনাজপুর জেলায় নবাবগঞ্জ উপজেলা ও ঘোরাঘাট উপজেলায় ২ জন কিশোর কিশোরী কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
নবাবগঞ্জে আক্রান্ত কিশোর ফলো আপ (পুরাতন)দিনাজপুরের নবাবগঞ্জে প্রথম ৩ জন করোনা আক্রান্তের মধ্যে একজন। আজ নতুন করে তার করোনা ভাইরাস টেস্ট করলে তার ফলাফল পজিটিভ আসে।
ঘোরাঘাটে আক্রান্ত কিশোরী এস কে বাজার কালীতলা এলাকার মোছাঃ উম্মেহানি(২৫)
আজ বুধবার (২৯এপ্রিল) রাত ৮ টায় জেলা সিভিল সার্জন অফিসার ডা.আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস আরো জানান,দিনাজপুরে নতুন ২ জনসহ মোট ১৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় করোনায় প্রথম বার ৭ জন দ্বিতীয় বার ১ জন এবং তৃতীয় বার ১ জন, ৪র্থ বার ১জন, ৫ম বার ১জন , ৬ষ্ঠ বার২ জন , ৭ম বার ১ জন, ৮ম বার ১ জন, ৯ম বার ১ জন ও আজ বুধবার ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ।
দিনাজপুর জেলায় মোট ১৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে তাদের মধ্যে সদর উপজেলায় ৬ জন,ফুলবাড়ি উপজেলায় ১ জন, নবাবগঞ্জ উপজেলায় ৩ জন,পার্বতীপুর ১ জন, বোচাগঞ্জ ২জন, নতুন একজনসহ ঘোরাঘাট ২জন ,কাহারোলে ১ জন, হাকিমপুর ১ জন।