
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২০, ৪:৩৬ পি.এম
দিনাজপুর,বিরামপুরে এসিল্যান্ড করোনায় আক্রান্ত

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহের জন্যে পাঠানো হয়েছিল। আজ শনিবার পরীক্ষার ফলাফলে তিনি করোনা শনাক্ত হয়।
ডা. সোলায়মান হোসেন মেহেদী বলেন, এর আগে বিরামপুরের পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলায় এ পর্যন্ত ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মুহাসিয়া তাবাসসুম বলেন, গত কয়েকদিন ধরেই শরীরে করোনা ভাইরাস এর উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা জন্য দেওয়া হয়। আজ শনিবার সন্ধ্যায় করোনা পজিটিভ আসে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.