
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২২, ১২:৪৩ পি.এম
ড্রাম ট্রাক ধাক্কায়, অটো ভ্যানের যাত্রী নিহত-নিউজ অলটাইম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ধাক্কায় কলিম শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের মনিরুদ্দিন শেখের ছেলে।মৃতব্যক্তি ব্যাটারী চালিত অটো ভ্যানের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানাযায়,শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বালিয়াকান্দি ভায়া-মধুখালী সড়কের উপজেলার বহরপুর ইউনিয়নের ইলোশকোল ব্রাক অফিস সংলগ্ন মোড় এলাকায় জামালপুরগামী ইসমাইল মোল্লার ব্যাটারী চালিত অটো ভ্যান ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে যাত্রী কলিম শেখ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন ও এস,আই রাজীবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘাতক রজিষ্ট্রশন বিহীন ড্রাম ট্রাকসহ ড্রাইভার সবুজকে আটক করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.