
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২১, ৪:১০ পি.এম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কঠোর লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে হরিপুর থানা পুলিশের চেক পোস্ট। লকডাউনে হরিপুরে বেশিরভাগ সড়ক ও জনাকীর্ণ স্থান ফাঁকা ছিল। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। গণপরিবহন চলাচল করেনি।
হরিপুর থানার ওসি আওরঙ্গজেব বলেন, হরিপুরে লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকতে মাইকিং চলছে । সকলকে মাস্ক পরার অনুরোধ করা হচ্ছে।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর করিম বলেন, লকডাউন বাস্তবায়নে সব ধরনের চেষ্টা চলছে। উপজেলার বিভিন্ন প্রবেশদ্বারসহ হাট-বাজারে মনিটরিং করা হচ্ছে। চিকিৎসা, খাদ্যপণ্য ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানান তিনি। তাছাড়া লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
মাস্ক ছাড়া জরুরি কাজে বাইরে বের হওয়া দরিদ্র মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকতে মাইকিং চলছে বলে জানান তিনি।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.