
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২১, ১:৪৩ পি.এম
ট্রেনে কাটা পড়ে যুবকের দুটি পা বিচ্ছিন্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস থেকে তাড়াহুড়া করে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মোঃ রফিক (৪৫) নামে এক ব্যক্তির দুটো পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮ টায় ট্রেন প্লাটফর্মে থামার আগেই তাড়াহুড়ো করে নামতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন জানান, ট্রেনে পা কাটা যাওয়া রফিক (৪৫) হরিপুর উপজেলার বনগাঁও নামক এলাকার বাসিন্দা তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে সেই যাত্রী এসেছিলেন পীরগঞ্জ স্টেশনে ট্রেনটি থামার আগেই তিনি দ্রুত সময়ে নামার চেষ্টা করলে নিচে পড়ে তার পা দুটি কাটা পড়ে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.