টিকা নেয়ার ১৫ দিন পর সাভার এলাকার সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন করোনা ভাইরাস (কভিট ১৯) আক্রান্ত হয়েছেন।
তিনি রাজধানীতে তার বাসায় ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসাধীন আছেন । তার ঘনিষ্ট সূত্রে জানাগেছে ১৫ দিন পূর্বে তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ( সাবেক পিজি হাসপাতাল) থেকে টিকা গ্রহন করেন। গত কয়েক দিন ধরে তিনি জ¦র, সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। পরে পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়।
গতকাল শনিবার তার ফেইসবুকের ভেরিফায়েড আইডিতে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডা: দেওয়ান মো: সালাউদ্দিন লিখে জানান তিনি করোনা ভাইরাসে আক্রান্ত এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।