December 16, 2025, 4:09 pm
Logo
শিরোনামঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক। আশুলিয়ায় ফুটপাত হকার মুক্ত করে, ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এর উদ্যোগে যাত্রী ছাউনি নির্মাণ সাভারে ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শহীদ নূর হোসেন দিবস আজ সাভারে ঐতিহাসিক ৭ ই, নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, সালাউদ্দিন বাবুর পক্ষে আলোচনা সভা  সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আশুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মান’ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউএনও গুমের শিকার সুরুজ্জামানের লোমহর্ষক বর্ণনা হিন্দু ধর্মাবলম্বীদেরকে ভোটব্যাংক হিসেবে নয়, সুনাগরিক হিসেবে মূল্যায়ন করে এনসিপি
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সাভারে বিএনপি’র গণ-মিছিল

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 118
নিউজ আপঃ Tuesday, August 5, 2025

ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট থেকে শুরু করে নবীনগর প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ গণ-মিছিল বের করা হয়। এতে অংশগ্রহণ করেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সহ লায়ন মোহাম্মদ খোরশেদ আলম সাবেক যুগ্ন সম্পাদক ঢাকা জেলা বিএনপি। মোঃ আরিফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাভার সদর ইউনিয়ন পরিষদ। মোঃ জহিরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ মনিরুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রাম আদালত বিরুলিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ তাইজুল ইসলাম ইউপি সদস্য বিরুলিয়া ইউনিয়ন পরিষদ। জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

এসময়,গণ-মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণজাগরণে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ যে বিজয় অর্জন করেছিল, তা জাতীয় ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ দিবস পালনের মধ্য দিয়ে দেশের জনগণের চেতনায় গণতন্ত্র, ইনসাফ এবং সামাজিক ন্যায়বিচারের মূল্যবোধকে জাগ্রত রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সাভার থানা স্ট্যান্ড থেকে কয়েকটি ব্যানারে গন-মিছিল নিয়ে সাভার বাস স্ট্যান্ডে পৌঁছে গন-মিছিল শেষ করেন। এ সময় গণ মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু , এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব সাভার পৌর স্বেচ্ছাসেবক দল মোঃ আব্দুল্লাহ হোসেন ইউসুফ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা

এ সময় বক্তারা বলেন,“জুলাই মাসের এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ছিল ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।”


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share