January 31, 2026, 4:05 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জামায়াতে ইসলামীর উদ্যোগে সাভারে পেশাজীবী ও ওলামাদের নিয়ে জুলাই গণঅভূত্থানের প্রথম বার্ষিকি অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 133
নিউজ আপঃ Friday, August 8, 2025

বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার

স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের আত্বত্যাগ ও সাহসী ভূমিকার প্রশংসা করে অর্জিত ২য় স্বাধীনতা রক্ষা করার আহবিান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. শহিদুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে পেশাজীবী ও ওলামাদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ ৮ আগষ্ট (জুমাবার) সকাল ৯.০০ টায় সাভার পৌরসভার বেসরকারী একটি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে পেশাজীবী ও ওলামাদের নিয়ে গণঅভ্যূত্থানের প্রথম বার্ষিকি অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম এর সভাপতিত্বে এবং জেলা শুরা সদস্য ও ওলামা থানার আমীর মাওলানা ড. খলিলুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শহিদুল ইসলাম বলেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে এদেশে ইসলামের বিজয়ের পথ সুগম হয়েছে। ইসলামের বিজয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও ওলামাদের ভূমিকা ব্যাপকভাবে পালন করতে হবে। সকল অবস্থায় সত্যের পক্ষে কথা বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যেতে, জাতীয় ঐক্যের জন্য চেষ্টা করতে হবে, শিক্ষিত শ্রেণির মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত গণপ্রতিরোধ ও জনসচেতনতা কর্মসূচি চালাতে হবে, তরুণদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করতে হবে এবং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ তৈরির লক্ষ্যে কাজ করে যেতে হবে।

এছাড়াও আলোচনায় সভায় বক্তব্য রাখে জেলা কর্মপরিষদ সদস্য ইমদাদুল হক, পেশাজীবী থানার সেক্রেটারি এডভোকেট রাশেদ কামাল, ওলামা পৌরসভার সভাপতি ডা. সাইফুল ইসলাম রফিক, মহানগরী উত্তরের দারুস সালাম থানার শুরা সদস্য ডা. রেজাউল করিম প্রমুখ।

সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান জীম বলেন, গণঅভূত্থ্যান শুধু একটি দিনের ঘটনা নয়। এটি ধারাবাহিক চেতনার ফল। বিগত ১৬ বছর স্বৈরাচারী সরকারের জুলুম, নির্যাতন, হত্যা, খুন, গুম, চাঁদাবাজী, টেন্ডারবাজী, জমি দখল, আলেম-ওলামাদের নির্যাতন, বিপরীত রাজনৈতিক মতাদর্শের নিপীড়ণ, আলেম-ওলামাদের জুডিসিয়াল কিলিং এর মাধ্যমে হত্যার প্রতিবাদে সকল স্তরের জনগন এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। আগামীতে যেন নতুন করে আর কোনো স্বৈরাচারের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে হবে। এজন্য জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে। সুষ্ঠ জুলাই সনদ না হওয়ায় সরকারের সমালোচনা করে এর সংশোধনের দাবিও জানান। সকল গণহত্যার বিচার নিশ্চিত করা, সংস্কার করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দেয়ার আহবান জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share