আনোয়ারুল ইসলাম (আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ীর জেলার কালুখালী উপজেলার ২ নং কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন নিজ অর্থায়নে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে এক হাজার লোকের আপ্যায়ণ করালেন। মোঃ নাজির হোসেন এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে আজ শনিবার সকালে তার নিজ এলাকা কালিকাপুর ইউনিয়ন থেকে অর্ধশত মোটর সাইকেল নিয়ে কালুখালী উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ডে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বাংলাদেশ আওয়ামীলীগ ও ছাত্রলীগ কালুখালী উপজেলা শাখার কর্মসূচীতে যোগ দিয়ে শোক দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ছাত্রলীগ নেতা নাজির হোসেন তিনি বঙ্গবন্ধুকে মনে প্রাণে এতটাই ভালোবাসেন যে তিনি লক্ষ্যধিক টাকার একটা গরু জবেহ করে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিরাট এক দোয়ার মাহফিলের আয়োজন করেন এবং এক হাজার মানুষকে আপ্যায়ন করান। কালুখালী উপজেলার একমাত্র ছাত্রলীগ নেতা ২ নং কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন। শনিবার দিনব্যপি কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগ অফিসে,ছাত্রলীগ নেতাকর্মীদের এক দোয়ার মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করেন এতে উপস্থিতি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আতিউর রহমান নবাব, সভাপতি কালুখালী উপজেলা আওয়ামীলীগ, জনাব আকমল হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগ। এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ও কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসি।
এই বিভাগের আরও খবর....