
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ২:১৫ পি.এম
চাঁদপুর ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচে অনুষ্ঠিত
রাজবাড়ীর কালুখালি উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপুর ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। লাল ও সবুজ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে।
মঙ্গবার (১০ আগষ্ট) বিকাল ৪ টায় উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের সূর্যদিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অংশ গ্রহণ করেন চাঁদপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ডাঃ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিব রহমান, ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মোঃ জাহিদ হাসান প্রমুখ।
চাঁদপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ডাঃ সেলিম হোসেন বলেন, দীর্ঘদিন করোনাভাইরাসের সাথে আমরা যুদ্ধ করছি।তবে যে কোন উপায়ে আমাদের সুস্থ থাকতে হবে তাই শারিরীক বিনোদনের বিকল্প নাই। সে কারণে আমাদের এ ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা।
ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর মোঃ জাহিদ হাসান বলেন, দিন দিন খেলাধুলা উঠে গেছে। উঠতি বয়সী ছেলেরা এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে। এখন আমাদের খেলার বয়স নাই তবুও যুব সমাজ কে উৎসাহিত করার জন্য এ আয়োজন।
দীর্ঘ এক ঘন্টার এ খেলায় ৩/৪ গোল এর মধ্যে দিয়ে শেষে হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.