চট্রগ্রামঃ
বিএনপি”র প্রার্থী হয়ে লড়বেন যাঁরা।।
===========================
।। জসিম মাহমুদঃ(চট্রগ্রাম থেকে)
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। গতকাল সোমবার থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে এই চিঠি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির মনোনীত প্রাথীদের নামে চিঠি ইস্যূ করা হয়েছে। অনেক আসনে একাধিক প্রাথী দেয়া হয়েছে।
মামলাসহ বিভিন্ন জটিলতার কারণে একাধিক ব্যাক্তিকে নমিনেশন দেয়া হলেও শেষ পর্যন্ত একজন টিকবেন।
এছাড়া চট্টগ্রামের ৩টি আসন ছেড়ে দেয়া হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টকে সেগুলো হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া)। তাদের মনোনয়ন আরো পরে নিশ্চিত করবে দলটি।
এদিকে বিএনপি থেকে ১৬ আসনে যারা চিঠি পেয়েছেন তারা হলেন-চট্টগ্রাম-১ (মীরসরাই)- কামাল উদ্দিন আহমেদ, বিকল্প-নুরুল আমিন, ও মনিরুল ইসলাম ইউসুফ,
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ডা. খুরশিদ জামিল চৌধুরী ও মো. সালাহউদ্দিন,
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মোস্তফা কামাল পাশা ও বিকল্প নুরুল মোস্তফা খোকন,
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) লায়ন আসলাম চৌধুরী ও বিকল্প-এওয়াইবি সিদ্দিকী ও ইসহাক কাদের চৌধুরী,
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও ব্যারিস্টার শাকিলা ফারজানা,
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গনিয়া) আবুল হাসনাত, বিকল্প-কুতুব উদ্দিন বাহার ও শওকত আলী নুর,
চট্টগ্রাম-৮ (বোয়ালখালি-চান্দগাঁও) আসনে মোরশেদ খান বিকল্প-আবু সুফিয়ান,
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) ডা. শাহাদাত হোসেন বিকল্প-শামসুল আলম,
চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনে আবদুল্লাহ আল নোমান, বিকল্প-মোশাররফ হোসেন দীপ্তি,
চট্টগ্রাম-১২ (পটিয়া) মো. এনামুল হক,
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে সারওয়ার জামাল নিজাম বিকল্প-মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাফরুল ইসলাম চৌধুরী।