
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২০, ১:৫৬ পি.এম
ঘোরাঘাটে ৪৪৬ বোতল ফেন্সিডিলসহ আটক-১

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৪৬ বোতল ফেনসিডিল ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ জামিল আলী নামের একজনকে আটক করেছে র্যাব-১৩।
দিনাজপুর র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লেফটন্যান্ট আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রেসবিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
তিনি আরও জানান, মাদকের বড় একটি চালান সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশে দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার ঘোড়াঘাট উপজেলার সাত নম্বর ওয়ার্ড হিলির মোড় লালমাটিয়া নামক এলাকায় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তাতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় রাখা ৪৪৬ বোতল ফেনসিডিল মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জামিলকে আটক করা হয়।
র্যাব-১৩ বাদী হয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের করা হয়েছে।
আটককৃত জামিল আলী হলেন, বগুড়া জেলার কাহালু উপজেলার সাকাটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.