রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে সাতটি চোরাই মোবাইল সহ রায়হান শেখ (২৬) নামের এক ছিনতাইকারি কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বুধবার (৯ মার্চ ) দুপুর ১.১০ মিনিট তাকে গোয়ালন্দ ঘাট থানা এলাকার চর ধোপাখালী থেকে আটক করা হয়।
আটককৃত রায়হান শেখ গোয়ালন্দ ঘাট থানা এলাকার চর ধোপাখালী গ্রামের আব্দুল মান্নান শেখ (মানু) এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা এলাকার নবু ওছিমুদ্দিন পাড়াস্থ জনৈক হোসেন সরদার এর বাড়ীর সামনে মুকবুলের দোকান টু জজপাড়া গামী পাকা রাস্তার উপর থেকে আসামী রায়হান শেখ কে গ্রেফতার করা হয়।
এসময় ছিনতাই কারী রায়হান শেখ এর কাছ থেকে একটি SAMSUNG Galaxy M31 মোবাইল ফোন সেট, একটি NOKIA-201 মোবাইল ফোন সেট একটি SAMSUNG DUOS মোবাইল ফোন সেট একটি VIVO Y12S মোবাইল ফোন সেট একটি SYMPHONY মোবাইল ফোন সেট একটি NOKIA মোবাইল ফোন সেট একটি MYCELL S2 মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সর্বমোট ৩৮ হাজার টাকা।এছাড়াও তার কাছ থেকে একটি EAGLE লেখা পুরাতন স্কুল ব্যাগ জব্দ করা হয়।
আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার ছিনতাই কারী । তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে এবং বিক্রয় করেন।
আটককৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মামলা হয়েছে (মামলা নং-১১)৷ পরে ধারা-৪১১ পেনাল কোড রুজু করা করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর....