রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মুক্তিযোদ্ধা ভাতাভোগী ১১ জনের হঠাৎ সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাস থেকে তাদের ভাতা বন্ধ হয়ে যায়। বাকি বীর মুক্তিযোদ্ধাদের ফেব্রুয়ারি মাসের সরকারি ভাতার টাকা ফেব্রুয়ারি ব্যাংকে ঢুকেছে। ভাতাভোগী ১১ জনের দাবি, তাদের ভাতা পুনঃরায় চালু করা হোক।
বুধবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাকের কার্যালয়ের সামনে তারা মাননবন্ধন করেন। মাননবন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
হঠাৎ মুক্তিযুদ্ধ ভাতা থেকে বঞ্চিত তারা হলেন, গোয়ালন্দ উপজেলার মরহুম জালাল উদ্দিন মিয়া, ইউসুফ আলী শেখ, আবুল কাশেম, মরহুম আঃ করিম, আঃ আজিজ, বদির উদ্দিন শেখ, আঃ সাত্তার মিয়া, আঃ হাকিম, নিকার আলি, সোবাস বিশ্বাস ও আনছার আলী।
এসময় মাননবন্ধনে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে আকুল আবেদন করে বলেন “আমাদের মুক্তিযুদ্ধ ভাতা চালু করা না হলে আমাদের আত্নহত্যা করা ছাড়া আর কোন উপায় নাই”।