
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২২, ১:৪৭ পি.এম
গোয়ালন্দে বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ী ফেরার পথে খলিল উদ্দিন শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত রোববার (২০ মার্চ) এশার নামজের পর ভাগলপুর আঞ্জুমান ই কাদেরিয়া খানকা শরীফের মসজিদের নিকট এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে।
সে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের হাচেন শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ও বাবুর্চির কাজ করতেন।
নিহতের জামাতা ফরহাদ হোসেন জানান, খলিল উদ্দিন শেখ মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হলে মসজিদের নিকট দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে
হত্যা করে পালিয়ে যায়। তার সাথে এলাকার কারও তেমন কোন শত্রুতা ছিল না বলে দাবী করেছেন তিনি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার জানান, হত্যা কাণ্ডের খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার একটি টিম, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সাথে এই হত্যাকান্ডের সাথে জরিতদের আটকের ব্যপারে অভিযান চলমান রয়েছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.