
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২১, ১:২১ পি.এম
গণমাধ্যম সপ্তাহ পালনের আহবান কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদের

''চাই সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা''
শ্লোগানে পহেলা মে শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২১। ১-৭ মে সপ্তাহটি এবছর ৫ম বারের মত দেশে অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও বাংলা ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্র থেকে জেলা -উপজেলায় অনলাইন/জুম মিটিংয়ের মাধ্যম আলোচনা ও প্রচারাভিযানের আয়োজন রয়েছে।
তিনি আরো বলেন, আমাদের দেশে শিক্ষা সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, প্রকৌশলী সপ্তাহ, ফায়ার সপ্তাহসহ রয়েছে অগনিত দিবস।সেইসাথে সাংবাদিকদের রয়েছে গণমাধ্যম দিবস। সেটি বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে সরকারী ভাবে পালন করলেও ব্যতিক্রমী বাংলাদেশ।
এজন্যই ৩মে গণমাধ্যম দিবসকে মাঝে রেখে বিগত ৪ বছর ধরে সারাদেশে উদযাপিত হয়ে আসছে। সপ্তাহটি রাষ্ট্রিয় স্বীকৃতির দাবিতে ফিবছর মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিএমএসএফসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠাচ্ছেন সাংবাদিকরা।
তিনি আরও জানান, দেশে চলমান মহামারী করোনা ইস্যুতে অনলাইনে /ভাচু্য়্যালি আলোচনা সভা, ১৪ দফা দাবির প্রচার-প্রচারনার ছাড়া তেমন কোন আনুষ্ঠানিকতা থাকছেনা। মহামারী করোনার প্রকোপের কারনে ঢাকায় ৭মে'র জাতীয় সমাবেশও স্থগিত করা হয়েছে।
সপ্তাহটি উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দেশের সকল মিডিয়া ও সাংবাদিকদের শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীতে আলোচনার মধ্যদিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কার্য নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ গণমাধ্যম কে দেওয়া বিব্রিতিতে কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এর পক্ষথেকে সপ্তাহটি উদযাপনের জন্য সকলের নিকট আহবান জানিয়েছেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.