August 30, 2025, 11:41 am
Logo
শিরোনামঃ
বাঘায় এশিয়ান টেলিভিশনের ব্যানারে শতাধিক  পানিবন্দী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবাবগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নবাবগঞ্জে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করলেন আনোয়ারুল ইসলাম নবাবগঞ্জে সাংবাদিক রোকনের পিতার ইন্তেকাল র‍্যাব-৫ এর এফএস সদস্যকে বিতর্কিত করতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেলন অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাভার স্ব-আসনে বনগাঁও ইউনিয়ন পুনঃবহাল রাখতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী সাভারের আমিন বাজারে বারবার গ্যাস সংকট, অনতিলম্বে গ্যাস সংযোগ প্রদানের জন্য এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কোহলিকেও ছাড়িয়ে গেলেন বুমরাহ

অলটাইস নিউজ ডেক্স 283
নিউজ আপঃ Saturday, December 26, 2020
অধিনায়ক বিরাট কোহলিক ও যশপ্রিত বুমরাহ

এ সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতীয় এই অধিনায়ক জাতীয় দলে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছেন। ইতিমধ্যে ৭০টি সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেয়ার পথেই রয়েছেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আয়ের দিক থেকেও শীর্ষে এই তারকা ক্রিকেটার। তবে চলতি বছরে ম্যাচ ফি বাবদ আয়ের হিসাবে অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন ভারতীয় তারকা পেসার যশপ্রিত বুমরাহ।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক পারিশ্রমিক ছাড়াও ম্যাচপ্রতি টাকা পান ক্রিকেটাররা। টেস্ট ম্যাচ খেলার জন্য দেয়া হয় ১৫ লাখ টাকা। ওয়ানডের জন্য ৬ লাখ আর টি-টোয়েন্টির জন্য দেয়া হয় ৩ লাখ টাকা করে।

এছাড়াও প্রতি বছর ভারতীয় দলের ক্রিকেটারদের গ্রেড অনুযায়ী পারিশ্রমিক দেয় ক্রিকেট বোর্ড। ৪টি গ্রেডে ভাগ করা রয়েছে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের।

এ প্লাস, এ, বি এবং সি- এই চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও যশপ্রিত বুমরাহ।

কোহলি এ বছর খেলেছেন ৩টি টেস্ট, ৯টি ওয়ানডে আর ১০টি টি-টোয়েন্টি। সব মিলিয়ে ২২ ম্যাচ খেলে তার আয় ১ কোটি ২৯ লাখ।

বুমরাহ ৪টি টেস্ট, ৯ ওয়ানডে আর ৮টি টি-টোয়েন্টি মিলে ২১ ম্যাচ খেলে আয় করেছেন ১ কোটি ৩৮ লাখ; যা কোহলির চেয়ে ৯ লাখ বেশি।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বক্সিং ডে টেস্টে খেলছেন না কোহলি। এ সুযোগে আয়ের দিক থেকে এগিয়ে গেছেন বুমরাহ।
তবে ইনজুরির কারণে এ বছর বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরের শুরুর দিকে খেলতে পারেননি তিনি। সিরিজের তৃতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা রয়েছে। এ বছর বেশ কিছু ম্যাচ খেলতে না পারায় বুমরাহ-কোহলির চেয়ে আয়ের দিকে থেকে অনেক পিছিয়ে রয়েছেন রোহিত। ৩ ওয়ানডে আর ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রোহিতের আয় মাত্র ৩০ লাখ।

আয়ের দিক থেকে বুমরা-কোহলির পরেই আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এ গ্রেডে থাকা এই তারকা ক্রিকেটার ২টি টেস্ট, ৯টি ওয়ানডে আর ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আয় করেছেন ৯৬ লাখ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share