May 6, 2025, 3:40 am
Logo
শিরোনামঃ
বাঘায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীর মানববন্ধন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধান উপদেষ্টার ঘর উপহার জয়পুরহাটে জামায়াতের মোটরসাইকেল শোডাউন সাভারে জমজমাট ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়ন রাসেল একাদশ নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সাভারে শ্রমিকদের দুর্বল করা কাউকেই যেন রাষ্টীয় পদ বা জনপ্রতিনিধির জায়গা দেওয়া না হয়, আখতার শাহিনুর কবির, ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ফেনীতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফলোআপ গণঅভ্যুত্থানে আহতদের
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কুয়াকাটায় স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ;আহত ২৬

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৬ ডিসেম্বর।। 235
নিউজ আপঃ Tuesday, December 29, 2020

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার ও আওয়ামী লীগ প্রার্থী আ. বারেক মোল্লার সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের মেলাপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জগ প্রতীকের ১৮ জন ও নৌকা প্রতীকের ০৮ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, সকালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদারের কর্মীরা মেলাপাড়া গ্রামে পোস্টার টানাতে গেলে নৌকা প্রতীকের কর্মী সর্মথকরা বাধা প্রদান করলে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পরলে উভয় পক্ষের তিন শতাধীক সর্মথক উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বতমানে কুয়াকাটায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন নৌকার সর্মথক রফিকুল (৩৫), রাকিবুল (১৮), হাসিব (২৫), ইউসুফ (২৬), রাসেল (২২), আবু ছালেহ (১৮), শাহজালাল (৩৮) ও দুলাল (৩৫) এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আঃ রব মাঝী (৬০), আঃ হক মাঝী (৫৫), বারেক (৪০), সেলিম বিশ^াস (৫০), সোহেল (৩০), সগির মোল্লা (৩৫), আলী হায়দার (৩৫), আনোয়ার (৪২), রাসেল (২৪), লিমন (২০), আলামীন মাদবর (৩৫), আলামীন হাওলাদার (২৫), করিম (৪০), হোসেন (৩০), ইউসুফ (৩০), শাহআলম (৪০), আলাউদ্দিন (৪০) ও ফিরোজ (৩৮)।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডাঃ মাহামুদুল হাসান অপু বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে নৌকার মেয়র প্রার্থী আঃ বারেক মোল্লা প্রতিদ্ব›দ্বী প্রার্থী আনোয়ার হাওলাদারকে দায়ী করে বলেন, বারবার সহিংস ঘটনা ঘটছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার বলেন, নৌকার প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় আমার সর্মথকদের মধ্যে ১৮জন আহত হয়েছে। কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রভাবমুক্ত প্রচারণার সুযোগ নেই। আমরা এ বিষয়ে প্রশাসনের সহায়তা দাবি করছি।

মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share