সমুদ্রে সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন ৫০ জেলে পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটা সৈকত সংলগ্ন জেলে পল্লির জেলেদের বাড়ি বাড়ি গিয়ে শেখ হাসিনা সেনানীবাসের সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যরা নিজস্ব রসদ ভান্ডার থেকে রেশন সাগ্রমী পৌঁছে দেন।
প্রত্যেক পরিবারের ৫কেজি চাল, ২কেজি ডাল, ২ কেজি সয়াবিন তেল, ১কেজি লবসসহ নিত্য প্রয়োজনীয় খাদস্য সামগ্রি প্রদাণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম, পিএসসিসহ অন্যান্য সেনা সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে সহায়তা অব্যহত থাকবলে বলে সেনা কর্মকর্তাগণ নিশ্চিত করেন।