
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২১, ৪:৫২ পি.এম
কুয়াকাটায় উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে নির্মানাধীন ব্রিজ

কুয়াকাটা-মিশ্রীপাড়া সড়কের নির্মানাধীন সেতু। সেতুটির প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হলেও রোববার ভোর পাঁচটার দিকে বিকট সেতুটি ভেঙ্গে পড়ে। এত কোন হতাহতের ঘটনা না ঘটলেও সেতুটির নি¤œমানের র্নিমান কাজ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবী গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়ার ফলেই এমন দুর্ঘটনা ঘটে । কংক্রিট ঢালাইয়ের ২০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৭ মিটার প্রস্থের সেতুটি নির্মানে ব্যায় ধরা হয়েছে ২ কোটি ২৬ লক্ষ ১৫ হাজার ৮৮৩ টাকা। কুয়াকাটা পৌরসভা সূত্র জানায়, কুয়াকাটা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কুয়াকাটা পৌরসভার দোভাসীপাড়া খালের উপড় ২০২০ সালের ২৬ জুন ব্রিজটি র্নিমানের কার্যাদেশ পায় পটুয়াখালীর ঠিকাদারী প্রতিষ্ঠান দ্বীপ এন্টারপ্রাইজ।
কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, তদন্ত করে ভেঙ্গে পড়ার কারন উদঘাটন করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কুয়াকাটা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি নির্মাণ কাজ চলমান ছিল। নির্মান কাজ শেষ হওয়ার আগেই কেল সেতুটি ভেঙ্গে পড়েছে তা বলতে পারবেন এ প্রকল্পের প্রকৌশলীরা। তিনি আরও বলেন সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে মামলার প্র¯ু‘তি চলছে।
প্রকল্প প্রকৌশলী মো. বজলুর রহমান বলেন, ব্রিজটির কাজ ডিজাইন অনুযায়ী চলছিল। কি কারনে ব্রিজটি ভেঙ্গে পড়েছে তা আমার জানা নাই।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.