
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২০, ৯:২৭ পি.এম
কুয়াকাটায় উদ্ধার হওয়া চার শিশুকে অভিভাবকদের কাছে হস্তান্তর

পুলিশ সূত্রে জানা যায়, ২২ জুন সকাল ১০ টায় উদ্ধারকৃত শিশু সুমাইয়া নানির লকার ভেঙ্গে টাকা নিয়ে প্রতিবেশী তাসিবকে নিয়ে বেড়িয়ে পড়ে অজনার পথে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ওইদিন রাতেই তারা শরীয়তপুরগামী লঞ্চে উঠে। এসময় লঞ্চে ইয়াসিন ও ইব্রাহিমের সাথে তাদের সখ্যতাসহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পুনরায় ঢাকা ঘুরে এ চার শিশু লঞ্চযোগে বরিশাল হয়ে কুয়াকাটায় এসে উপস্থিত হয়। আশ্রয় নেয় একটি আবাসিক হোটেলে। টাকা শেষ হয়ে গেলে খাবারসহ যাতায়াতের টাকা সংগ্রহের জন্য তারা মোবাইলসহ ট্যাব বিক্রি করতে গিয়ে টহল পুলিশের নজরদারিতে আসে। টহল পুলিশের আন্তরিকতায় শিশুরা এসময় সত্য ঘটনা খুলে বলে। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া কিশোর-কিশোরীদের শুক্রবার বিকালে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
###
Copyright © 2026 News All Time 24. All rights reserved.