কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে ডুবে যাওয়া দুই কিশোর পর্যটককে প্রানে রক্ষা করেছে ট্যুরিষ্ট পুলিশ সদস্যরা। মঙ্গলবার দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রে নেমে ওই দুই কিশোর জোয়ারের স্রোতের টানে ভেসে যান।
এসময় হাত উঁচু করে সাহায্য চাইলে পুলিশ বক্সে দায়ীত্বরত এস আই জুয়েলসহ চার সদস্যের টিম তাদের উদ্ধারে ঝাপিয়ে পড়েন। পরে ওয়াটার বাইকের সাহায্যে দুই কিশোরকে তীরে নিরাপদে নিয়ে আসেন পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত পর্যটক মোস্তাফিজুর রহমানের(১৩) বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়।
এছাড়া অপর পর্যটক বাইজিদের (১৭) বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। তারা দু’জনেই কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। তিনি আরও জানান, জোয়ারের সময় মাইকিং করে পর্যটকদের সতর্ক করাসহ যেকোনো বিপদ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।
এই বিভাগের আরও খবর....