July 12, 2025, 2:22 pm
Logo
শিরোনামঃ
বাঘায় মাদ্রাসার সরকারি বরাদ্দকৃত প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা এসএসসিতে তাহসান মাহমুদ চৌধুরী গোল্ডেন জিপিএ-৫ অর্জন অন্ধ মার্কেট রক্ষায় প্রতিবন্ধীদের মানববন্ধন — সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সাভার ১০০গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম আটক কারাগারে গলায় ফাঁস দিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ঈদুল আযহা উপলক্ষে SLA মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানার শুভেচ্ছা বার্তা বাঘা উপজেলায় ১৪১৩০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বাঘায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ১ পশু কেনাকাটা ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‍্যাব আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি আত্মপ্রকাশ ; সভাপতি সৌরভ ও সম্পাদক সাকিব
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কুইকনিউজ’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের ৭ বছর পূর্তি

নিজস্ব প্রতিবেদক 533
নিউজ আপঃ Wednesday, April 6, 2022

সবার চাহিদা পূরণে সার্বিক দিক বিবেচনা করে জনপ্রিয়তার কাতারে এসে নিজের নাম লেখানো খুবই দুরহ ব্যাপার। আর সে ক্ষেত্রে যদি হয় পত্রিকা তবে তো তার প্রতিদ্বন্ধিতার অভাবে নেই। এখন আর কাগজে কলমে নয়, ভার্চুয়ালি কলম যোদ্ধার যুদ্ধক্ষেত্র অনেক বিশাল।  এখানে নতুন খবরের ভিড়ে পুরোন খবরের জায়গা খুবই সংকীর্ন।  তবুও বীরদর্পে এগিয়ে চলছে বস্তুনিষ্ঠ কলম সৈনিকের অংশগ্রহন। প্রত্যন্ত অঞ্চলের নানাবিধ সমস্যায় জর্জরিত হিসেবের দৃশ্যপট পাল্টে দিচ্ছেন তারা প্রতিনিয়তই।

আমার এই ৭ বছরের দায়িত্ব পালনকালে যাদের সহকর্মী হিসেবে পেয়েছি তারা শুধু আমার সহকর্মীই নন, তারা আমাকে বোঝেন, আমার দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করেন। সেই জায়গা থেকে বলবো আমার ৭ বছরের কর্মজীবনের সফলতার শতভাগই তাদের জন্য অর্জিত।

কুইকনিউজবিডি.কম’র নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের ৭ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সম্পাদকীয় কার্যালয়ে আয়োজিত ইফতার পূর্ব একটি অনুষ্ঠানে এ কথাগুলো বলেন কুইকনিউজবিডি.কম’র নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম খান।।

এ অনুষ্ঠানের মাধ্যমে নজরুল ইসলাম খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

তিনি আগামীতে আরও নিবেদিতভাবে কাজ করার জন্যে প্রত্যয় ব্যক্ত করে কুইকনিউজবিডি.কমের দপ্তর সহ সারাদেশে কর্মরত সকল সংবাদ প্রতিনিধিদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে আরও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সম্পাদক লুৎফর রহমান বলেন, নির্বাহী সম্পাদক হিসেবে যথাযথ দায়িত্ব পালন করে নজরুল ইসলাম খান কুইকনিউজবিডি.কমকে একটি সম্মানজক অবস্থানে বসিয়েছেন।  তার এ পরিশ্রমে সহযোগি যোদ্ধা হিসেবে সারাদেশের একঝাঁক তরুন সংবাদকর্মীর অবদানও কম নয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share