রাজবাড়ীর কালুখালী উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় ২ জন আহত হয়েছে । শুক্রবার কালুখালীর মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলো চরকুলটিয়ার অকিল মোল্যা (৫৫) ও সুইটি বেগম (২০)।
সোমবার সকালে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন সুইটি বেগম জানায়, চরকুলটিয়া গ্রামের কাদো মন্ডল,আবু কালাম,সোলাইমান মন্ডল,জিহান মন্ডল ও বিপুল মন্ডলসহ অজ্ঞাত ৪/৫ জন দূর্বত্ত আমাদের পঁচাকুলটিয়া মৌজার জমিতে জোর করে ঘর তুলতে আসে। এসময় আমরা বাধা দিলে দূর্বত্তরা লোহার রড,হাসুয়া ও বাটাম দিয়ে আমাদের মারপিট করে।
মারপিটের আমি ও অকিল গুরুতর হলে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। আমার মাথায় ৮টি সেলাই দিতে হয়েছে। এছাড়া অকিল এর মাথায় ৩ টি সেলাই দিতে হয়েছে। এব্যাপারে সুইটি বেগমের চাচা আক্তার মোল্যা বাদী হয়ে কাদো গং এর বিরুদ্ধে কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।