কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর ব্রীজ হইতে ফতেপুর সড়কের কার্পেটিং সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
সোববার শেষ বিকালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর বাস্তবায়নে নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়কে আদমপুর ব্রীজ হইতে ফতেপুর পর্যন্ত আধা কিলোমিটার পর্যন্ত ও তালতলী এইচকিউ কলাপাড়া পার্ট ভায়া ফতেপুর খেয়াঘাট পর্যন্ত ১দশমিক পয়েন্ট দুই কিলোমিটার কার্পেটিং সড়কের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটিরি সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
এ উপলক্ষে নীলগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ্যাড. নাসির মাহমুদ এর সভাপতিত্বে বক্তব রাখেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ নিজামী প্রমুখ।
সভার শুরুতেই স্থানীয় সংসদ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাকে ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন বাংলা ভিশন সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব।
এসময় উপজেলা (এলজিইডি) প্রকশৌলী মো. মোহর আলী, জেলা আওয়ামী লীগের সহ –সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ^াস, কলাপাড়া থানা অফিসার্র ইনচার্জ জসিম উদ্দিন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মনজুরুল আলম, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ফিরোজ শিকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র হুমায়ুন কবির,কাউন্সিলর মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিদ আহম্মেদ,নীলগঞ্জ যুবলীগের সভাপতি মশিউর রহমান শামিম খলিফা,ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র ফায়জুল ইসলাম আশিক তালুকদার, এমপির ব্যক্তিগত সহকারি তারিকুল ইসলাম মৃধা,উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মোসাঃ সালমা বেগম,শুভ্রা চত্রæবর্তীসহ গণ্যমান্যবাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।