আর কোনো দাবী নাই, কলাপাড়া জেলা চাই। এটা এ জনপদের মানুষের দীর্ঘ দিনের দাবি। যৌক্তিকভাবে কলাপাড়াকে জেলায় রুপান্ত্রিত করা এখন সময়ের দাবী মাত্র। কি নেই আমাদের কলাপাড়ায়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কোনো চাওয়া অপূর্ন রাখেন নি। আশা রাখি আমাদের এই যৌক্তিক দাবীও তিনি মেনে নিবেন। কয়েক যুগধরে জেলা বাস্তবায়নের লক্ষে আমরা জোর দাবী জানাচ্ছি।
শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র হল রুমে ঢাকাস্থ কলাপাড়া সমিতির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রানালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। সভায় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী ও সাংবদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন।
উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মজিবর রহমান চুন্নু, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক মো.ফিরোজ শিকদার, প্রবীন সাংবাদিক শামছুল আলম, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাট প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ।
বক্তারা সকলেই দলমত নির্বেশেষে কলাপাড়া জেলার দাবীতে একাত্মতা ঘোষনা করেন। এছাড়াও সভায় আগামী ৯ মার্চ মঙ্গলবার সর্বস্তরের মানুষদের নিয়ে মানববন্ধনে অংশগ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।