
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২২, ১২:৪৬ পি.এম
কলাপাড়ায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুর ২টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান'র সভাপতিত্বে তিনদিন ব্যাপী প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো শহীদুল হক। সহকারী শিক্ষক নূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল এবং শাহিনা পারভিন সীমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শরীরচর্চা শিক্ষকবৃন্দ। উপজেলায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা ২মার্চ থেকে ৪মার্চ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.