পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় এবং সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি মো.নকিব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) ঘ অঞ্চলের ডিরেক্টর আবদুল মন্নান লোটাস।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব পটুয়াখালী জেলা ব্যাবস্থাপক(ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ড.শহীদুল ইসলাম বিশ্বাস, প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহাদাত হোসেন বিশ্বাস, সাবেক সভাপতি মো.ইউসুফ আলী এবং সমিতির উদ্দোক্তা গোলাম মোস্তফাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারী বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের মধ্যে উপহার এবং লটারির মাধ্যমে ৪০ জন সহ শতাধিক সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
কার্যনির্বাহী কমিটির সভাপতি সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো.নকীব উদ্দিন বলেন, সমিতি এখন কালব’র কাছে দায়বদ্ধ নয়। আমাদের নিজস্ব জমি হয়েছে। ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। এছাড়াও সমিতির অনুকূলে গত অর্থবছরে দশ লক্ষাধিক টাকা লাভ হয়েছে বলে তিনি জানিয়েছেন।