পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের অধীনে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪জেলা)’র দ্বিতীয় ধাপের ১৫-৪৫ বছর বয়সী নিরক্ষর শিক্ষার্থীদের শিখন কেন্দ্রের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচ ডিপি) এর বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কলাপাড়া এর আয়োজনে বুধবার বিকাল ৪টায় উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলানায়তনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক পটুয়াখালী জেলার উপ- আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মো. পারভেজ। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বশার, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিক মরিয়ম বেগম, কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচ ডিপি) পরিচালক মাকসুদা বেগম, উপজেলা পোগ্রাম র্কমকর্তা পবিত্র চন্দ্র হাওলাদার।
এসময় ৩০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।