
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২০, ১:৩৩ পি.এম
কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু
মো.ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৭জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মন্নান শিকদার (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মোটর সাইকেল চালক মিজান (২২)। মঙ্গলবার দুপুরে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পথচারী মান্নানকে মৃত ঘোষনা করেন। মৃত মন্নান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত শাহআলম শিকদারের ছেলে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। তবে ইউডি মামলা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.