কলাপাড়া উপজেলাবাসীর মাঝে মোবাইল সেবা ছড়িয়ে দিয়ে বর্ণাঢ্য আয়োজনে
গ্রামীণফোন সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার শেষ বিকালে শহরের
থানা রোডস্থ কলাপাড়া ব্যবসায়ী সমবায় সমিতির ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন
করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন কলপাড়া থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন
মিন্টু, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট,
গ্রামীণফোনের খুলনা বিজনেস সার্কেল হেড-জনাব এ.এস.এম হেদায়েতুল হক,
সার্কেল রিটেইল হেড-জনাব মোহাম্মেদ সোয়েব আনসার, বরিশাল রিজিওনাল হেড
মোহাম্মদ নুরুজ্জামান খান, সার্কেল মার্কেটিং হেড-জনাব মহম্মদ গুলাম
শরীফুদ্দিন, হেড অফ এইচ.আর(খুলনা) সাব্বির আহমেদ, হেড অফ ডিস্ট্রিবিউশন
প্লানিং(খুলনা) মিনহাজ উল আবেদিন, পটুয়াখালী এরিয়া ম্যানেজার-আশরাফুল
ইসলাম হাওলাদার,কলাপাড়ার টেরিটোরি ম্যানেজার, মোঃ মনিরুজ্জামান,
পটুয়াখালী এরিয়া রিটেল চ্যানেল ম্যানেজার-মোঃ জিয়াউর রহমান ও কলাপাড়া
গ্রামীণফোন সেন্টারের সত্বাধিকারী জনাব মো: আসাদুল্লাহ আল গালিব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণফোনের যাবতীয় উপকরণসহ অধিকতর
সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এখানে সেবাকেন্দ্র চালু করা হয়েছে।