পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার কারনে দুইটি মাছ ধরা ট্রলালের মাছ জব্দ করা হয়েছে। এসময় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত মাছ নিলামে বিক্রি করেছে ৬হাজার নয়শ টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সামুদ্রিক মৎস্য আইনে বৃহস্পতিবার রাত ১০টার সময় আলীপুর মৎস্য বন্দরে এ জরিমানা করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সমুদ্র থেকে মাছ শিকার করে তীরে আসার পর এলমা আক্তার-২ এর মালিক আবুল হোসেন কোম্পানি (কাজী)কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় তার ট্রলারে প্রায় ৭০কেজি ইলিশ মাছ পাওয়া যায়। অপর একটি পরিত্যাক্ত ট্রলারে প্রায় ৫০কেজি মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত মাছ নিলামে ৬ হাজার নয়শ টাকায় বিক্রি করে সরকরি কোষাগারে জমা দেয়।