
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২০, ১২:৫৬ পি.এম
কলাপাড়ায় নন এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর
মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৬জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত নন এমপিও শিক্ষক কর্মচারীদের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এ চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বশির আহম্মেদ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সি এম সাইফুর রহমান, কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন মো. ফারুক। কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ, ধানখালী ডিগ্রি কলেজ, আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ, তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়, শিশু পল্লি একাডেমি, মধ্য টিয়াখালী এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষকদের ৫হাজার ও ৭ জন কর্মচারীদের মাঝে ২ হাজার ৫শত টাকা করে মোট ২ লক্ষ ৮৭ হাজার ৫শত টাকার চেক দেয়া হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.