পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’ দু’গ্রুপের সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে মো.সিহাব আকন (১৬) ও মো.খলিল ফকির (২০) কে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১২টায় দিকে উপজেলা মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে । এসময় ওই গ্রামের মানুষ আতংঙ্কিত হয়ে পড়ে।
আহত ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মহিপুর ইউপির ইউসুফপুর গ্রামের ফারুক আকনের সাথে দীর্ঘদিন ধরে একই বাড়ির লতিফ আকন সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় সংঘর্ষে রুপ নেয়। এত উভয় দু’গ্রুপের দু’জন আহত হয়।
এদিকে আহত সিহাব আকনের বড় ভাই তানিম আকন তিনি বলে এটা আমাদের পারিবারিক ব্যাপার কিন্তুু চাচা আদনান আকন মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী থেকে খলিল ফকিরসহ ২০/২৫জন ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমাদের উপর হামলা চালায়। এতে আমার ছোট ভাই সিহাব আকন গুরুতর আহত হয়।
এবিষয় খলিল ফকির বলেন,আদনান ভাইয়ের সাথে তাদের বাড়িতে গাছ কাটতে ছিলাম। এসময় সিহাব আকন গালা গালির এক পর্যায় উভয় পক্ষের মধ্যে মরা মারি শুরু হয় এতে আমি আহত হই।
মহিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মালেক আকন বলেন, আমি ঘটনাস্থলে পৌছালে ভাড়াটিয়া সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে দুপক্ষকে শান্ত করার চেষ্টা করি।
এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার আবুল খায়ের বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।