ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৭জুলাই।।
পটুয়াখালীর কলাপাড়ায় গরু হাটে অবৈধ ভাবে চাদা আদায় করার অভিযোগে আল-আমিন (২৫) ও মাসুম সরদার নামের দুই যুবককে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। উপজেলার নীলগঞ্জ ইউপির পাখিমারা বাজারের আমিরাবাদ গামী পাকা রাস্তায় গরু হাটে গতকাল চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত চাঁদাবাজ আলামিন উপজেলার নাচনাপাড়া এলাকার মো. হেলাল মুন্সির ছেলে এবং মাসুম সরদার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর এলাকার মো. সিদ্দিক সরদারের ছেলে ।
এ ঘটনায় কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ দে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনার নামে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, পাখীমারা বাজার উপজেলা প্রশাসন থেকে কোন ইজারা দেয়া না হলেও জনসাধারনের কাছ থেকে গরু প্রতি নূন্যতম ১হাজার ও ছাগল প্রতি ৫শ’ টাকা হারে বলপূর্বক আদায় করতে থাকে। দাবীকৃত টাকা না পেলে জনসাধারনকে ভয় ভীতি প্রদর্শন করে। জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বাজার থেকে দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ইজারা না থাকা স্বত্যেও গরু হাটে চাঁদাবাজীর অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।