পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়নের ভূমিহীন এবং গৃহহীন পরিবারের আবেদন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার এগারোটায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফেরদাউস রহমান। এ সময় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউপির প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম মিয়া, টিয়াখালী ইউপির সচিব ইব্রাহিম খলিল, সকল ইউপি সদস্য আলআমিন মৃধা, ইসমাইল এবং সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগমসহ টিয়াখালী ইউপির সুবিধাভোগী জনগণ।
এ সময় টিয়াখালী ইউনিয়নের ১৩০ জন ভূমিহীন এবং গৃহহীন পরিবারের আবেদন যাচাই বাছাই করা হয়।
উপজেলা যুব উন্নয়ন ফেরদাউস রহমান জানান, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে প্রকৃত গরীব মানুষ যাতে সুবিধা পায় সে লক্ষে যাচাই-বাছাই করাই আজকের এই কার্যক্রম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক “মুজিব শতবর্ষের কোন মানুষ গৃহহীন থাকবেনা” শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে কলাপাড়া উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভায় এ যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।