ডিজিটাল বাংলাদেশের রুপকার , বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য উত্তরসূরী ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৫১তম জন্মদিন পালিত।
মঙ্গলবার শেষ বিকালে কলাপাড়া পৌর কৃষক লীগের উদ্যোগে মাদ্রাসা রোডস্থ দিঘীর পাড়ে পৌর কৃষকলীগের অস্থায়ী কার্যলয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
অনুষ্ঠানে কলাপাড়া পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল ইসলাম দোলন ঢালীর সঞ্চালনায় কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি এস.এম. মুর্তাল্লাহ সৌরভ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয় সম্পাদক ও কাউন্সিলর উম্মে তামিমা বিথী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারেকুজ্জামান তারা। এসময় কৃষক লীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মি উপস্থিত ছিলেন।
পরে বাদুরতলী বাধঘাট জামে মসজিদে আছর নামাজবাদ সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর কৃষকলীগের সভাপতি এস.এম. মুর্তাল্লাহ সৌরভ’র বলেন,বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নির্দেশনায় বাংলাদেশ কৃষক লীগের সহ দপ্তর বিষয়ক সম্পাদক মীর শওকত হোসেন শানু এবং সহ ধর্মবিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন আপার অনুপ্রেরণায় আমরা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিনে এ দোয়া-মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানের আযয়ে়াজন করেছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সজীব ওয়াজেদ জয়ের যোগ্য নেতৃত্বে এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে সব সময়।
অনুষ্ঠান শেষে শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।