
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২০, ৫:২৮ পি.এম
কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি,১০ আগস্ট।।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো.সানি (২৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টার বিকে দিকে এদুর্ঘটনা ঘটে। সে উপজেলা লালুয়া ইউনিয়নে পায়রা বন্দরের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দকৃত মেউড়াপাড়া আবাসনের কাজ করছিল। এমন সময় বিদ্যুৎ পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু সানির বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে। তার বাবার নাম সাত্তার মুন্সী বলে জানা গেছে।
লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, খবর পেয়ে কলাপাড়া হাসপাতালে তিনি দেখতে এসেছিলেন। তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা শিকার হয়েছে বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া হাসপাতালে চিকিৎসক জুনায়েদ খান জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে
কলাপাড়া থানার উপ-পরিদর্শক আবুল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলে তিনি জানিয়েছেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.