নিজস্ব প্রতিনিধি:- দেশে করোনার প্রকোপ শুরু হয়েছে,প্রায় তিন মাসের অধিক সময় ।ইতিমধ্যে বহু মানুষ আর্থিক সংকটে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এর মতে মধ্যে শ্রেণীরা প্রধান ।তারা আশায় আছেন পরিস্থিতি হয়তো ভালো হয়ে যাবে। ঢাকা শহরে বসবাসরত এমন অনেকেই এই প্রতিনিধিকে জানিয়েছেন যে, তারা তাদের জমানো টাকা শেষ করে ফেলেছেন।তারা আশঙ্কা করছেন যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে তাদের বেতন পেতে সমস্যা হবে ,চাকরিও হারাতে পারেন ।চাকরি করেন না ছোটখাটো ব্যবসা করেন এমন এক ভাই জানালেন ইতিমধ্যে পুঁজির বেশিরভাগ খাদ্যদ্রব্য কিনতে খরচ হয়ে গেছে ।এখন চোখে মুখে তার অন্ধকার ।গত সপ্তাহে ফ্যামেলি দেশে পাঠিয়ে নিজের ম্যাচে উঠেছেন ।আব্দুল মজিদ (৪৫)দেশের বাড়ি কুষ্টিয়া। মিরপুর এলাকায় থাকেন ।
এক ছেলেমেয়েসহ দুই রুমের একটি ফ্ল্যাটে শেওড়াপাড়া েলাকায় তার বাসা।একটি সিকিউরিটি কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। দুই মাস যাবত বেতন পাচ্ছেন না। দুই মাসে বাড়ি ভাড়া জমেছে। বাড়িওয়ালা বাড়ার জন্য চাপ দিচ্ছে। তিনি আশংকা করছেন হয়তো তিনি চাকরি হারাতে পারেন। এমনই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর শ্রেণীর লোকজন অনিশ্চিত ভবিষ্যতের আশায় দিন কাটাচ্ছেন।