
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ২:২৯ পি.এম
করোনায় সামাজিক ও আইন বিষয়ক মানবাধিকার সংস্থা রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদকের পিতার মৃত্যু

সামাজিক ও আইন বিষয়ক মানবাধিকার সংস্থা রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম এর পিতা মোঃ বশির উদ্দিন (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গবার (১০ আগষ্ট) বিকাল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে দীর্ঘদিন কালুখালি উপজেলার কালিকাপুর তেলি ঝাউগ্রাম নিজ বাড়ি অবস্থান করছিলেন মোঃ বশির উদ্দিন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩০ জুলাই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন চার ছেলে চার মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
মোঃ বশির উদ্দিন এর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মোঃ আনারুল ইসলাম।
সামাজিক ও আইন বিষয়ক মানবাধিকার সংস্থা রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.