
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২০, ১:৪৮ পি.এম
করোনামুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান।

আনোয়ারুল ইসলাম(আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিধিনিঃরাজবাড়ী জেলার কালুখালী থানার অফিসার ইনচার্জ বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে দীর্ঘ ৪২ দিন পর নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন, আজ ০৭/০৭/২০২০ তারিখ করোনা ভাইরাস থেকে সম্পুর্ন সুস্থ্য হয়ে তার কর্মস্থল যোগদান করলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোহাম্মদ কামরুল হাসান। এ সময় কালুখালী থানার সকল অফিসার ফোর্সসহ স্যারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়। এসময় অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন " আমি করোনা আক্রান্ত হওয়ার রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান পিপিএম(বার) স্যার সহ উদ্ধর্তন কর্তৃপক্ষ এবং কালুখালীবাসী সবসময় আমার খোঁজ খবর নিয়েছে। এসময় আমার পাশে দাড়ানোর জন্য সাবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। করোনা কালে উন্নত পুলিশিং সেবা নিয়ে কালুখালী থানা পুলিশ সাধারন মানুষের পাশে ছিল। বর্তমান এবং ভবিষৎতে আরো জোড়ালো ভাবে থাকবে সর্বশেষ তিনি সকল সদস্যকে স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন।
এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আমি সহ আমার সন্তানকে করোনা ভাইরাস থেকে মুক্ত করায় আল্লাহ তায়ালার নিকট কোটি কোটি শুকরিয়া। করোনায় আতংকিত না হয়ে আমাদের সচেতন হতে হবে। কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না। সব সময় পজেটিভ থাকতে হবে। নিজের মনোবল বৃদ্ধি করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মৃত্যুহার অনেক কম। তাই সব সময় আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.