
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ১১:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২২, ৯:০৮ এ.এম
কবিতা-অপরূপ সৃষ্টি। লেখকঃ মোস্তাফিজুর রহমান-নিউজ অলটাইম

তাকাও যদি অনুরাগে আকাশ পানে, প্রাণ ভরে যাবে সৃষ্টির কারুকার্য দর্শনে। মনের মাধুরী আঁকা প্রাণের ছোঁয়া, পরতে পরতে সাজানো অপরূপ রহস্যভরা।
প্রকৃতির ভাঁজে ভাঁজে প্রাণের আস্বাদন, মাখলুকাত ঝর্ণা পাহাড় নদী সাগর বস্তুজগৎ। নিয়ম নীতির নেই কোথাও ন্যূনতম অসংগতি, চন্দ্র সূর্যের উদয় অস্ত মহাকাশ ভূ-প্রকৃতি।
পশু পাখি বৃক্ষরাজি পাথর নুড়ি বায়ুমণ্ডল ধূলি,
দক্ষ কারিগরের সুনিপুণ অদ্বিতীয় সৃষ্টি।
আকাশের ছাদ খুটি বিহীন কত যে মসৃণ,
অনিন্দ্যসুন্দর কল্পনাতীত তুলনা বিহীন।
বিনা তারে বাতি জলে হাজার প্রদীপ,
লক্ষ কোটি তারার মেলা সৌন্দর্যের প্রতীক।
তুলনাহীন শিল্পকর্ম নীহারিকা গ্রহ চন্দ্র সূর্য নক্ষত্র,
অপার রহস্য বিস্ময়ভরা সৃষ্টি অকল্পনীয়।
মহাকাশ কক্ষ পথে বিক্ষিপ্ত আবর্তিত উল্কাপিণ্ড,
কক্ষচ্যুত পতিতা হলে পৃথিবী লন্ড ভন্ড।
সংঘর্ষের অবকাশ নেই ইশারায় নিয়ন্ত্রিত,
স্রষ্টার হুকুম পালনে তারা অটল অবিরত।
মাখলুকাত সবে সেজদাবনত তারই চরণতলে,
মানব কেবল অকৃতজ্ঞ অবাধ্যতাই চলে।
ত্রিভুবনে মানব সেরা আশরাফুল মাখলুকাত,
সৃষ্টি জাহান পরীক্ষা গৃহ অর্জনে জান্নাত।।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.